• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

মাদক ব্যবসায়ীকে ব্যতিক্রমী সাজা 


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৪:০২ পিএম
মাদক ব্যবসায়ীকে ব্যতিক্রমী সাজা 

ঠাকুরগাঁওয়ে এক মাদক ব্যবসায়ীকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত। মাদক মামলায় দোষী সাব্যস্ত আব্দুল্লাহ (৫২) নামের সেই আসামিকে এক মাসের জন্য মাদক সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার শাস্তি দেওয়া হয়েছে।

রোববার (১০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ কাজী দেলোয়ার হোসেন এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ রাণীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের মনতাজ আলীর ছেলে। আব্দুল্লাহ ২০১৫ সালে একটা ও ২০১৬ সালে ২টি মাদক মামলার আসামি ছিলেন।

রায়ে বলা হয়েছে, আসামি আব্দুল্লাহ জেলা ও দায়রা জর্জ কোর্টের মূল ফটকের সামনে, ১০ এপ্রিল থেকে এক মাস প্রতিদিন বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত মাদক সচেতনার পাঠ্যসহ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকবেন।

সেই প্ল্যাকার্ডে লেখা আছে, “মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। মাদক দেশ ও দশের শত্রু। মাদক পরিহার করুন।” 

Link copied!